১ মার্চ, ২০২১ ১৪:৩৬

টাঙ্গাইলে অগ্নিঝরা মার্চ স্মরণে পতাকা র‌্যালি

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে অগ্নিঝরা মার্চ স্মরণে পতাকা র‌্যালি

টাঙ্গাইলে অগ্নিঝরা মার্চ স্মরণে পতাকা র‌্যালি হয়েছে। টাঙ্গাইল জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন স্থানীয় শহীদ মিনার থেকে এই পতাকা র‌্যালি করে। 

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। 
জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সাজ্জাদ খোশনবীশ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি আব্দুর রৌফ রিপন।

এদিকে একই সময়ে টাঙ্গাইলে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও ১৯৭১ সালের ঐতিহাসিক অগ্নিঝরা মার্চ স্মরণে পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে পতাকা মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা জাসদের নেতাকর্মীরা অংশ নেন। 

মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাসদের সভাপতি হাসান মাহমুদ চান্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনজুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক শামসুল হক মহসীন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর