লালমনিরহাটে পুলিশি বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। সোমবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হয়।
রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভের পাশাপাশি একটি মিছিল বের করলে মিছিলটিকে আর এগুতে দেয়নি পুলিশ।
পরে ফিরে এসে কার্যালয়ের সামনে আবারো বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
কারাবন্দি লেখক মোস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল লালমনিরহাট জেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ, যুগ্মসাধারণ সম্পাদক আবু সাঈদ লিংকন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি মিঠুনসরকার মিঠুসহ দলের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        