২ মার্চ, ২০২১ ১৮:০৮

দিনাজপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ডিজিটাল নিরাপত্তা
আইনে যুবক আটক

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায়, কালিদাস দত্ত (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রকাশ এবং বিদ্বেষ সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতি করার আপরাধে সোমবার রাতে ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে পৃথক দুইটি মামলা রয়েছে। মঙ্গলবার আটক কালিদাস দত্তকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আটক কালিদাস ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর প্রফেসর পাড়া গ্রামের শ্রী সুবল দত্তের ছেলে।

জানা যায়, আটক কালিদাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি খুলে উত্তর সুজাপুর গ্রামের আজিজ মন্ডল এর ছেলে কাজিম উদ্দিন এর নামে মিথ্যা ও বানোয়াট মানহানিকর প্রচার ও প্রকাশ করে। এ ঘটনায় ২১ ফেব্রয়ারি কাজিম উদ্দিন বাদী হয়ে কালিদাসের নামে ডিজিটাল সিকিউরিটি আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। 

একইভাবে কালিদাস ফেইসবুকে ফেইক আইডির মধ্যমে ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবুল বাসার মো. মশিউজ্জামান রেজা এর ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নানা প্রকার মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করে এবং তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্য করার অভিপ্রায়ে আক্রমণাত্তক, ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রেরণ করে। পরে যাচাই করে জানতে পারে ওই ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারী কালিদাস দত্ত।

এরপর একই সাথে আবুল বাসার মো. মশিউজ্জামান রেজা বাদী হয়ে কালিদাস দত্তের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে আরো একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে পুলিশ সোমবার রাতে উত্তর সুজাপুর প্রফেসর পাড়া এলাকা থেকে কালিদাস দত্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রকাশ এবং হেও প্রতিপন্য বিদ্বেষ সৃষ্টি ও আইনসৃঙ্খলা অবনতি করার আপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে কালিদাস দত্তের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলার সূত্র ধরে তাকে আটক করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর