ছাত্র ইউনিয়নের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় মশাল মিছিল করেছে বাংলাদশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেতাকর্মীদের মশাল মিছিলটি পৌর শহরের সাতপাই কালিবাড়ি মোড় থেকে শুরু হয়। পরে থানার মোড় হয়ে তেরীবাজার মোড়, আখড়ার মোড় ও বড়বাড়ার হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা কালো আইন বাতিল করে গণমানুষের বাক-স্বাধীনতার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। লেখক মুশতাক আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন থেকে আটক নেতাদের মুক্তি দেওয়ার দাবিও জানান তারা।
সমাবেশে পার্থ প্রতিম সরকারের সভাপতিত্বে এবং তানভীর মোকাম্মেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিটুন শর্মাসহ অনেকে। এতে নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টি সংহতি জানায়। সমাবেশ শেষে মিছিলটি পুনরায় কালিবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই