খুলনায় হরিণ শিকারের ফাঁদ ও একটি জীবিত হরিণসহ শাকিল সরদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) তাকে ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
এর আগে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার (৪ মার্চ) মধ্যরাতে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) টহল দল তাকে আটক করে। শাকিল দাকোপ ভোজনখালী গ্রামের ইমাদুল সরদারের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট বিএন এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে হরিণ শিকারের ফাঁদ ও জীবিত একটি হরিণসহ শাকিলকে আটক করা হয়। জব্দকৃত হরিণসহ তাকে ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত