৫ মার্চ, ২০২১ ২০:৪৯

নৈশ প্রহরীর উদাসীনতায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

নৈশ প্রহরীর উদাসীনতায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে তালা ভেঙ্গে শ্রেণি কক্ষে ঢোকে বৈদ্যুতিক পাখা, দুটি বুক শেলফ, বাতিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে গেছে চোরেরা। শুক্রবার চুরির ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয়ে নৈশ প্রহরীর দায়িত্বে থাকা স্থানীয় বাতির মিয়ার ছেলে নাছির মিয়ার (৩৩) এমন উদাসীনতায় ঘটছে এমন ঘটনা। প্রতিষ্ঠানের কাছে বসতবাড়ি হওয়ায় রাতে স্কুলে অবস্থান করেন না তিনি। ৬-৭ বছর ধরে এভাবেই নামমাত্র দায়িত্ব পালন করছেন তিনি।

এ বিষয়ে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্টু কান্তি দে বলেন, স্কুল পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সমন্বয়ে চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর