৯ মার্চ, ২০২১ ১৬:০১

জেলার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জেলার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘কলাপাড়া জেলা চাই আন্দোলন’ কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ‘জেলা চাই’ ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, উপজেলা পরিষদ চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা অক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা ও পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার।

আরও বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি ড. অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন, ঢাকাস্থ কলাপাড়া সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, শিক্ষক প্রতিনিধি মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-শতাধিক নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মেগা প্রকল্প ও কলাপাড়াকে জেলায় রুপান্তরের সকল যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও গণজমায়েতের ঘোষণা দেন।

মানববন্ধন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ও ঢাকস্থ কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম। মানববন্ধন শেষে ‘কলাপাড়া জেলা চাই আন্দোলন’ কমিটির প্রতিনিধিরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর