নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডে ৩৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ওমর ফারুক।
নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআইখোলা নতুন মসজিদ সংলগ্ন রুহুল আমিনের বাড়ি থেকে লিটন মিয়ার বাড়ি পর্যন্ত ১৫০ মিটার এ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করা হবে। এতে নির্মাণ কাজে ব্যয় ৩৫ লাখ টাকা ধরা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের প্রকৌশলী সাইদুল ইসলাম, মোঃ রাজ্জাক, নেছার হোসেন, মনির হোসেন মনু, মোঃ আহসান উল্লা, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন