করোনার দ্বিতীয় ওয়েভে সংক্রমণ বাড়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে যশোরে অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের নীলগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।
অভিযানকালে তিনি মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেয়ার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এসময় তিনি সকলকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
তিনি জানান, প্রাথমিকভাবে সকলকে সর্তক করা হচ্ছে। এতে কাজ না হলে আগামীতে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয়ের নির্দেশে জেলার আট উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক টিম এ অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন