বাংলাদেশ প্রতিদিন সাফল্যের এগারো বছর অতিক্রম করে পা রেখেছে বারো বছর বা এক যুগে। এ উপলক্ষে খুলনায় আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভার। সোমবার সকালে খুলনা প্রেস ক্লাবে আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এসএম কামরুজ্জামান জামাল, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক নেতা শেখ আবু হাসান, মো. শাহআলম, মামুন রেজা, আবু তৈয়ব, সামছুজ্জামান শাহীন, মাকসুদুর রহমান মাকসুদ, সুনীয় কুমার দাস, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম পলাশ, নিরাপদ সড়ক চাই খুলনা নগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সেক্রেটারী শেখ মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রের ইতিহাসে বাংলাদেশ প্রতিদিনের অবস্থান ইতিহাস তৈরি করেছে। অল্প সময়ের মধ্যে কোন পত্রিকা যে এতো পাঠক জনপ্রিয়তা অর্জন করতে পারে তা’ বাংলাদেশ প্রতিদিন প্রমাণ করেছে। করোনা লকডাউনের মধ্যেও বাংলাদেশ প্রতিদিন তাদের সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার