ঠাকুরগাঁওয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভা হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এসময় সমাজসেবী মো. ইয়াকুব আলী কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টো, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু ও জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতাউর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুলসহ গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই