বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাব আয়োজিত কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনি।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইচ্ছেনদীর সম্পাদক মকছুমুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাশ রায়, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রমমান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিসেস তহমিনা ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান, আহসানুর রহমান রাজিব ও এম ইন্দ্রিস প্রমুখ।
আলোচনা সভা শেষে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১২ বছরে পদার্পণ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সাতক্ষীরা সংবাদদাতা মনিরুল ইসলাম মনি কেকে কেটে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান।
বিডি প্রতিদিন/এমআই