জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে শ্রদ্ধা নিবেদনের জন্য সুনামগঞ্জে ৪০ ফুট উঁচু একটি প্রতিকৃতি তৈরি করছে জেলা আওয়ামী লীগ। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিকৃতি নির্মাণের কাজ শেষ পর্যায়ে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকাল ৫টায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি ও জন্মশতবার্ষিকী উদযাপন জেলা কমিটির আহবায়ক নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন। এ সময় জেল আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন