গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যুগপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
দ্যা ডেইলী স্টারের গাজীপুর প্রতিনিধি প্রভাষক আবু বাক্কার ছিদ্দিক আকন্দের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন ও শ্রীপুর পৌর কাউন্সিলর মাসুদ প্রধান।
উপস্থিত ছিলেন আব্দুল মতিন, বশির আহম্মেদ কাজল, কাজী আক্তার হোসেন, আনিছুর রহমান শামীম, মোক্তার হোসেন, সাদেক মিয়া, আতাউর রহমান সোহেল, মোতাহার হোসেন খান, সাইফুল আলম সুমন, আব্দুল্লাহ আল মামুন, বেলায়েত হোসেন, এস এম জহিরুল ইসলাম, নাঈম মেহেদী, মাসুদ রানা, বায়েজীদ, সুমন শেখ, আশরাফুল ইসলাম, সেলিম শেখ, ইকবাল হোসেন, আব্দুল কাদির, আনোয়ার হোসেন, জেমী শেখ, পারভেজ প্রমূখ। আলোচনা সভাশেষে কেক কেটে একটি শোভাযাত্রা শ্রীপুর পৌর শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল