রংপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ ও নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবীসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে আপনারা নির্বাচনী এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। শপথের পর আপনাদের উপর দায়িত্ব বেড়ে গেল আপনারা এখন নিজ নিজ নির্বাচনী এলাকার সকলের প্রতিনিধি। শপথ একটি পবিত্র আমানত। এটিকে রক্ষা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা। সঞ্চালনা করেন স্থানীয় সরকারের পরিচালক ইব্রাহীম খান।
শপথ গ্রহণ শেষে হারাগাছ পৌরসভার মেয়র নগরীর জেলাস্কুল মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রথম নারী মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের রাফিকা আক্তার জাহান বেবী এবং হারাগাছ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এরশাদুল হক ১৭ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর