বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাতের বাড়িতে ডাকাতি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে ইউনিয়নের পূর্ব সমরসিংহ গ্রামে মোস্তফার বাসার জানালার গ্রীল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি এবং মারধর করে নগদ প্রায় পৌঁনে ৮ লাখ টাকা এবং পৌঁনে ৭ ভরি স্বর্নালংকার নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির