জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উদ্যোগে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা হয়েছে।
শুক্রবার শহরের কান্দিভিটুয়া মসজিদে জুম্মা নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়া নাটোর কেন্দ্রীয় মসজিদেও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মুসলিরা অংশগ্রহণ করেন।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম শিমুল এমপির উদ্যোগে নাটোর সদরের সাড়ে ৫শ এবং নলডাঙ্গা উপজেলার সাড়ে ৩শ মসজিদে একযোগে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া এই দুই উপজেলার সকল মন্দিরে বিশেষ প্রার্থনাও করেন সনাতন ধম্বালম্বিরা।
বিডি প্রতিদিন/আল আমীন