কুমিল্লায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী মোবাইল ফোন থেকে গান সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় শান্ত (১৯) নামের এক যুবককে আজ রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত শান্ত নগরীর ঢুলিপাড়া এলাকার একটি বাসার ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে। সে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় কাজ করে।
সূত্র জানায়, নির্যাতিতা ও অভিযুক্ত তরুণ দু’জনই একই বাড়ির পাশাপাশি ঘরে পরিবার নিয়ে বসবাস করে। শনিবার বিকেলে ওই তরুণের মোবাইল ফোন থেকে গান সংগ্রহ করতে তার ফোনটি নেয় ভুক্তভোগী ছাত্রী। পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ তার বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে। ওই রাতে অভিযুক্ত তরুণকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিনিধি/আবু জাফর