ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামের সাইফুল ইসলাম (৪০), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আড়িয়া গ্রামের মোঃ আঃ হাফিজ (২৮) ও একই উপজেলার শিবপুর গ্রামের মোঃ হাফিজ মিয়া (২০)।
মঙ্গলবার সকালে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আশুগঞ্জ টোলপ্লাজায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে ওই প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল