করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মৌলভীবাজরের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বুধবার থানার সামনে পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীদের মধ্য এই মাস্ক বিতরণ করা হয়। এসময় থানার সামনে নির্মিত বিশেষ উদ্বুদ্ধকরণ মঞ্চ থেকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ওসি আব্দুস ছালেক, ওসি (তদন্ত) নয়ন কারকুন, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) এমএ সালাম, প্রেসক্লাব সহ- সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসের সোহেল প্রমুখ দ্বিতীয় ধাপের এই করোনাভাইরাস মোকাবেলায় শ্রীমঙ্গল থানা পুলিশ গত ২১ মার্চ থেকে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা শুরু করে। এই কার্যক্রম চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।
এসময় ওসি আব্দুস ছালেক বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতার বিকল্প আর কিছু নেই। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হলে আবশ্যই মাস্ক পরতে হবে। এতে আপনি নিজে বাঁচবেন। আপনার পরিবারের সদস্যরা বাঁচবে। প্রতিবেশিরাও বাঁচবে।
বিডি-প্রতিদিন/শফিক