বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। শনিবার জেলা যুবলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি ভিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় যোগ দেয়। এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোষামী, সাঘারন সম্পাদক মাহামুদুল হক শামীম নেওয়াজ। এসময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার