ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সহকারী সম্পাদক বিএম খোরশেদ, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সহ-সভাপতি মোঃ কাবুল উদ্দিন খান, সাধারণ সম্পাদক সাজাহান বিশ্বাস, রিপন আনসারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, শিবালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় বক্তারা ব্রাক্ষণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলাকারীসহ অন্যান্য সাংবাদিক হত্যা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত