করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষা ও জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে মুখের মাস্ক না পারার কারণে ১১ জনকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
শুক্রবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সদরের মেরিন ড্রাইভ ও পৌরসভা বিভিন্ন সড়কের যানবাহন ও পথচারীদের মাঝে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান । এ সময় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযানে সহযোগিতা করেন ।
বিডি প্রতিদিন/আল আমীন