টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি ও করোনায় আক্রান্ত নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড হোটেল ঝাউবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মো. ছাইদুল হক ছাদু, সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, সাদেকুল আলম খোকা, জেলা তাতীদলের আহবায়ক শাহআলম প্রমুখ।
শেষে কোরনায় আক্রান্ত সকল নেতৃবৃন্দের রোগমুক্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন জেলা ওলামা দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী।
বিডি প্রতিদিন/আল আমীন