সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় পোশাক শ্রমিক ও চাকুরিজীবীরা বিপাকে পড়েছেন। লকডাউনের প্রথমদিন আজ সোমবার সকালে উপজেলার বাসস্ট্যান্ডগুলোতে অফিসগামী মানুষদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
গণপরিবহন বন্ধ থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান গাড়ি ও মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। নিষেধাজ্ঞার প্রথমদিনে সিএনজিচালিত অটোরিকশা চাহিদা বেড়েছে প্রায় কয়েকগুণ। তবে ভাড়া পূর্বের থেকে তিন গুন বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের সাথে ভাড়া নিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি হচ্ছে।
উপজেলার মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ডে দেখা গেছে, গাড়ি না পেয়ে অনেকে দাঁড়িয়ে আছেন। আবার কেউ কেউ পণ্য পরিবহনের ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছেন। অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করেননি ও মানা হয়নি সামাজিক দূরত্ব। অফিসগামী যাত্রীরা বলেন, 'লকডাউনে অফিস বন্ধ না থাকায় অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।'
সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, 'যে সব অটোরিকসা অতিরিক্ত ভাড়া আদায় করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির