জয়পুরহাটের আক্কেলপুরে পূর্ব শত্রুতার জের ও কবর দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-জালাল উদ্দিন, বেলাল উদ্দিন ও মাসুদ রানা। তার সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও আহতদের পরিবার জানান, মঙ্গলবার সকালে ক্যান্সার আক্রান্ত আচন বেগম মারা যান। মৃত নারীকে প্রতিবেশীর বাড়ির পাশে কবর দিতে চাইলে প্রতিবেশীরা আচন বেগমকে নির্ধারিত কবরস্থানে কবর দেওয়ার কথা বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে মারামারির ঘটনা ঘটে। এসময় তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের ভাই শহীদুল ইসলাম জানান, আমাদের স্থানে আমরা বোনকে কবরস্থ করেছি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বুধবার দুপুর পর্যন্ত মামলা হয়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই