নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। রবিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর আসলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত আট বছর যাবত দাউদপুর আসলীপাড়া এলাকার বারেক মিয়ার ছেলে কামাল মিয়ার সাথে একই এলাকার মমিন উদ্দিনের মেয়ে শিউলী আক্তার সাথীর দাম্পত্য জীবন চলে আসছিলো। তাদের দাম্পত্য জীবনে দুটি পুত্র সন্তানও রয়েছে। এদিকে সাথীর স্বামী কামাল তাদের প্রতিবেশী প্রবাসী মারফত আলীর স্ত্রী হাসনী বেগমের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি সাথী জানতে পেরে তার স্বামী কামালকে সেখান থেকে বিরত করার বহু চেষ্টা করে। হাসনী বেগমের সাথে পরকীয়া বন্ধ না করায় রাত ১০টার দিকে ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে হাসনী বেগম ও কামাল পলাকত রয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় রূপগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার