গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বকচর কালিতলা এলাকায় সার্ভিস লেইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল কালো গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত গভীর রাতে ওই যুবক বকচর এলাকায় একটি পান দোকানে গিয়ে বগুড়ার দিকে যাওয়ার পথ সম্পর্কে জানতে চান। তখন তার আচরণ স্বাভাবিক মনে হয়নি বলে জানান দোকানদার। পরে তাকে পথ দেখিয়ে দিলে সে মহাসড়কের পাশেই দাঁড়িয়ে ছিল।
সোমবার সকালে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ওসি মোজাফফর হোসেন আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ