১২ এপ্রিল, ২০২১ ২১:১৪

চরফ্যাশনে স্লুইস গেটের কার্যকারিতা নিয়ে সংলাপ

চরফ্যাশন প্রতিনিধি

চরফ্যাশনে স্লুইস গেটের কার্যকারিতা নিয়ে সংলাপ

ভোলার চরফ্যাশনে উপজেলা জলবায়ু ফোরাম ও কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে পানি প্রবাহ নিশ্চিত করতে স্লুইস সমূহের যথাযথ কার্যকারিতা নিয়ে সোমবার বেলা সাড়ে ১২টায় স্বাস্থ্যবিধি মেনে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।

স্থানীয় নাগরিক সমাজের পর্যবেক্ষণে স্লুইস গেইট সমূহের যথাযথ সমস্যা চিহ্নিত করে সমস্যা থেকে উত্তরণে আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) এর নির্বাহী প্রকৌশলী হাছান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাছনাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান। 

আয়োজিত সভার সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি এম আবু সিদ্দিক। ঘণ্টাব্যাপী সংলাপ সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগম।

এছাড়াও সংলাপে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম ভূঁইয়া ও স্থানীয় ক্ষতিগ্রস্ত হাজারিগন্জের কৃষক মো. জসিম। আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর