সিরাজগঞ্জের বেলকুচিতে গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। শনিবার সকালে উপজেলার চর দুলগাগড়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তারা হলেন- বেলকুচি উপজেলার নুহু সরদার, একই উপজেলার শহিদুল ইসলাম, আলোয়ার হোসেন শান্ত আলী সেখ, আরিফুল ইসলাম ও শ্রী পরিক্ষীত কুমার বিশ্বাস।
র্যাব-১২ মিডিয়া অফিসার মুহাম্মদ মুহিউদ্দিন মিরাজ জানান, র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চর দুলগাগড়াখালী চৌচালা টিনের ঘরের মধ্যে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গাঁজা-সেবন ও বিক্রির সময় ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়েরের পর বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর