‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা করা হয়েছে।
আজ সোমবার সকালে শহরের টেম্পলস্থ রোড দলীয় কার্যালয়ে বগুড়া জেলা কৃষক লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক শ্যামল পাইকার, আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর