করোনাকালে কর্মহীন ও সংকটাপন্ন মানুষের জন্য বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন-এর উদ্যোগে গঠিত সংগঠন ‘সেবা’র আয়োজনে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে প্রয়োজনীয় খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের ভাটকান্দি এলাকার শতাধিক পরিবারের অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় ১৪টি (চাল, সুগন্ধি চাল, সয়াবিন তেল, ডাল, বুট, আলু, পেঁয়াজ, লাউ, মুড়ি, সেমাই, চিনি, দুধ, সাবান, লবণ) খাদ্য উপকরণ সমৃদ্ধ ব্যাগ বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. লাইজিন আরা লিনা, সহ-সভাপতি হাসিনা হাফিজ হিরা, যুবলীগ নেতা এজাজুল হক ডনেল, প্রভাষক আব্দুল মজিদ, রবিউল ইসলাম লিটন, জহুরুল ইসলাম মানিক, বাবু, পলাশ, ছাত্রলীগ নেতা রাকিব হাসান শাওন, মেহেদি হাসান, জাকিউল আলম জনি, অর্চি, জনি, সিদ্ধার্থ কুমার দাস, অমিত, শুভ, তানজিম, সাব্বির, রাকু, মাহফুজার রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম