নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুদি দোকানসহ ৮টি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকায় জুম্মা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, রাত ২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের ৩ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে।
তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তদন্ত ছাড়া এখন কিছু বলা যাবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর