২৩ এপ্রিল, ২০২১ ২০:৪০

বগুড়ায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

বগুড়ায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়াল ছাত্রলীগ।

শুক্রবার বগুড়া জেলা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক সজীব সাহার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক সবুজ মিয়ার ধান কাটেন।

সকাল ১০টায় বগুড়া শহর থেকে ১৪ কিলোমিটার দূরে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী নরুইল বিলের পাশে কৃষক সবুজ মিয়ার ৩১ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রেনতা কামরুল হাসান ডালিম। 

ধান কাটা কর্মসূচিতে অংশ নেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নুর আলম, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফ সুইট, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মোমিন, আরিফুর ইসলাম, মোহন ইসলাম, সামিউল হক, সাগর ইসলাম, আবু সাঈদ, বাধন ইসলাম, সবুজ হাসান, রকি চৌধুরী, সুজন রায়, মাসুদ রানা, রাজু আহম্মেদ, ফজলে রাব্বি, শয়ন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাফিউল ইসলাম, নাবিল মাহমুদ, রাফিউল ইসলাম, সাকিব হাসান, মাসুদ রানা, সাদিক হাসান প্রমুখ।

জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষকের ধান কেটে দেয়ার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের তত্ত্বাবধানে ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব কৃষক খুঁজে তাদের ধান কেটে দিচ্ছেন।

বিডি-প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর