মাদক সেবনের অভিযোগ উঠায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার রাতে তাঁকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানাকে সংগঠনের নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার কার্যকলাপে লিপ্ত থাকায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হলো।
জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, সোহেল রানার বিরুদ্ধে মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সঙ্গে চলাফেরার অভিযোগ উঠেছে। সেজন্য তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ