নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোসলিম বক্স (৪৫) নামের এক অটোচার্জার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মোসলিম উপজেলার উত্তর গ্রামের আইয়ুব বক্সের ছেলে।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, দুপুরে মহাদেবপুর নওগাঁ সড়কের মোন্নাকুড়ি মোড়ে অটোচার্জার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচার্জার চালক মোসলিমের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন