পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামের আকন বাড়িতে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- আব্দুল হক (৪০), ওবায়দুল (২৬)ও মোসা. নিপা(৩৩)। গুরুতর আহত আব্দুল হক ও ওবায়দুল গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটার দিকে আব্দুল হক ও তার ছেলে ওবায়দুল বাড়ি থেকে বের হওয়ার পথ দিয়ে সরকারি রাস্তায় ওঠার পথে একই এলাকার জাহাঙ্গিরের বাড়ির উঠানে পৌঁছালে জাহাঙ্গীর, ফরহাদ, আরাফাত, ছবি বেগম, রোজিনা একত্রিত হয়ে পূর্ব শত্রুতার জেরে দাঁ দিয়ে আব্দুল হকের মাথায় কোপ এবং ওবায়দুলকে শাবল দিয়ে পিটিয়ে জখম করে। হক ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের চিৎকারে হকের স্ত্রী ঘটনাস্থলে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানী করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক
সুব্রত দে বলেন, আব্দুল হকের মাথায় আঘাত রয়েছে। ওবায়দুলের সারা শরীরে কালো কালো দাগের চিহ্ন আছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির