রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়লো ১৯ কেজি ওজনের একটি কাতল। আজ শুক্রবার সকালে বিপ্লব সরদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে তোলে। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে ১২ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করে। বড় আকৃতির মাছটি দেখার জন্য স্থানীয় আড়তে উৎসুক জনতা ভিড় করেন।
মৎস্য ব্যবসায়ী মোল্লা বলেন, 'বড় আকৃতির ১৯ কেজির কাতলটি উন্মুক্ত দরে ১২ হাজার ৬০০ টাকায় ক্রয় করি। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করি।'
গোয়ালন্দ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামিমা আক্তার বলেন, 'পদ্মায় বড় আকারের মাছ ধরা পড়ছে। আজকের কাতলটির ব্যাপারের তথ্য সংগ্রহ করা হবে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির