পটুয়াখালীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাসষ্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া গ্রামের মোতালেব ভূইয়ার ছেলে অপূর্ব ভূইয়া (২৪) ও আটখালী ছোট চতরা গ্রামের বঙ্কিম চন্দ্র দাসের পুত্র জয়ন্ত চন্দ্র দাস (২৩)। পটুয়াখালী ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গলাচিপা থেকে মোটরসাইকেল যোগে জয়ন্ত ও অপূর্ব পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাসষ্ট্যান্ড অতিক্রমকালে পটুয়াখালী থেকে আসা আমতলী গামী মালবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়ন্ত ও অপূর্ব মারা যায়। ফরাজী এন্টারপ্রাইজ নামের ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল