কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে টেকনাফের হোয়াইক্যং ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুইজন ব্যক্তি রাস্তায় একাধিক বার হাটাচলা করতে দেখে সন্দেহ হলে তাদের ধাওয়া করে আটক করে পুলিশ। তল্লাশি করলে দুই ব্যক্তির কাছ থেকে ২২৫০ পিস ইয়াবা ও দুইটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র কিরিচ ও ছোরা পাওয়া যায়।
আটককৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত বজল করিম প্রকাশ বুল করিমের ছেলে আমির হোসেন (৩৭) ও একই এলাকার মৃত আবুল সকুরের ছেলে আক্তার হোছন (২৮)।
তিনি আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার