রোদেলা ও মেহেলী দুই বোন। তিল তিল করে মাটির ব্যাংকে সঞ্চয় করেছিলেন কিছু টাকা। সেই টাকায় তাদের বাবা সাংবাদিক সাইফুল ইসলাম রয়েল ৫০টি অসহায়-হতদরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী কিনে দিয়েছেন। এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ায়।
গত কয়েক দিন ধরে সাইফুল ইসলাম পৌর শহরের দরিদ্র মানুষের দ্বারে দ্বারে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তাই মানবতার এই ফেরিওয়ালাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনে কলাপাড়ায় প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাইফুল ইসলাম রয়েলের রড় মেয়ে রোদেলা বলেন, করোনা পরিস্থিতিতে অনেকের ইফতার সামগ্রী কেনার সামর্থ্য নেই। তাই আমাদের দুই বোনের দুই মাটির ব্যাংক বাবার হাতে দিয়েছি। এতে কিছু টাকা জমিয়ে ছিলাম।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, মহামারি করানো এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় আমি আমার মেয়েদের জমানো টাকা দিয়েই প্রায় ৫০টি দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী দিতে পেরেছি। প্রতিটি পরিবারকে এক কেজি মুড়ি, এক কেজি ছোলা বুট, এক কেজি চিড়া, এক কেজি চিনি, ৫০০ গ্রাম খেজুর ও এক প্যাকেট ট্যাং দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই