নাটোরের সিংড়া উপজেলার ইটালী গ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে নায়েব আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নায়েব আলী একই ইউনিয়নের দেওগাছা গ্রামের আফাজ ওরফে লাদু মোল্ল্যার ছেলে। মঙ্গলবার (৪ মে) রাটে ইটালী বাজারের আগে ব্রীজে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইটালী বাজারের নিকটে একটি মাদ্রাসার পাশে দুইদিন আগে একটি ট্রাক উল্টে যায়। মঙ্গলবার রাতে ট্রাকটি অপর একটি ট্রাক তুলে নিয়ে যাবার পথে ব্রীজের নিকট পৌঁছালে রশি ছিড়ে ট্রাকটি মোটরসাইকেল আরোহী নায়েব আলীকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মূত্যু ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত