কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিংগুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি পাইপসহ দুটি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার জব্দ করা হয়।
অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, উপজেলার পাবদা গ্রামের চাঁন মিয়ার ছেলে আদম আলী (৫০) ও একই গ্রামের হাদিউল ইসলামের ছেলে ইয়াছিন মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সিংগুয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। খবর পেয়ে শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি পাইপসহ স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিনচালিত দুটি ড্রেজার জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শাহীনসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        