১১ মে, ২০২১ ১৪:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচলে ধীরগতি

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও কুমিল্লার অংশে যানবাহনের চাপ বেড়েছে। ঈদকে ঘিরে ঘরমুখী মানুষ কর্মস্থল থেকে ফিরতে শুরু করায় যানবাহনের চাপে মহাসড়কের কোথাও ধীরগতি আবার কোথাও খণ্ড খণ্ড যানজট তৈরি হচ্ছে। এতে করে যাত্রী ও চালকদের দুর্ভোগ বেড়েছে। 

ঢাকা থেকে কুমিল্লামুখী দূরপাল্লার বাস প্রবেশ করতে না দেয়ায় দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে হেঁটে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। আবার অনেকে বিকল্প বাহন হিসেবে পণ্য পরিবহনকৃত ট্রাকে চড়ছেন। 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহরুল ইসলাম বলেন, মহাসড়কের বিভিন্ন ধরণের গাড়ির চাপ বেড়েছে। দূরপাল্লার কোন বাস যাতায়াত করতে দেয়া হচ্ছে না। চেকপোস্টে ঢাকা থেকে কুমিল্লামুখী যাত্রী পরিবহনকৃত বাস আটকে দেওয়া হচ্ছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি বেড়েছে মহাসড়কে। সেই সঙ্গে পণ্য পরিবহনকৃত গাড়িতে করে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। মহাসড়কের গাড়ির চাপ বাড়ায় ধীরগতি তৈরি হচ্ছে। তবে যানজট নেই। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর