১৬ মে, ২০২১ ১৯:০১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৎপর পুলিশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৎপর পুলিশ

বিদ্যমান করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার ঘোষিত লকটাউন বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানা তৎপরতা চালাচ্ছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। ১৪ এপ্রিল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারটি পয়েন্টে অস্থায় চেকপোষ্ট স্থাপন করে সার্বক্ষণিক তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। 

রবিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চেকপোস্টে দূরপাল্লাল অর্ধশতাধিত যাত্রীবাহী বাস-মিনিবাস উৎসমুখী ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু যাত্রীবাহী বাস আটক করা ছাড়াও ৩০টি যানবাহনের বিরুদ্ধে জরিমানা হিসেবে মামলা দেওয়া হয়েছে।   

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চেক পোস্ট এ অর্ধশতাধিত দূরপাল্লাল যাত্রীবাহী বাস-মিনিবাস উৎসমুখী ফেরত পাঠানো হয়েছে। বেশ কিছু যাত্রীবাহী বাস আটক রাখা হয়েছে। এছাড়াও ৩০টি যানবাহনের বিরুদ্ধে জরিমানা হিসেবে মামলা দেওয়া হয়েছে।   

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর