ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোনাগাজীর চরচান্দিয়ায় গতকাল মঙ্গলবার বিকালে ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে বাইর চরে ঘূর্ণিঝড় 'ইয়াসে'র প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তিনি নিখোঁজ হন।
পরে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে। নিহত হাদিউজ্জামান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শেখ পাড়ার বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানান, 'ছোট ফেনীর নদীর বাইর চরে ১০-১২জন মৌসুমী জেলে মাছের পোনা ধরতে যায়। হাদিউজ্জামান ৪-৫ ফুট উচ্চতার জলোচ্ছাসে পানিতে তলিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির