টাঙ্গাইলের নাগরপুরে দুইশ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার রাত সাড়ে ১টার দিকে উপজেলার কোনাবাড়ী ব্রিজের উপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভাবনাপাড়া এলাকার মৃত আক্রামুর জামানের ছেলে মাসুদ খান তালুকদার (৪০), ওই এলাকার গাজী মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও ওই এলাকার চাঁন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (১৯)।
এ সময় তাদের কাছ থেকে দুইশ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ৯৬০ টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। র্যাব-১২- সিপিসি-৩- টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। উপজেলার এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ ও যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামির বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন