জলোচ্ছ্বাসে সুন্দরবনের দুবলার চর এলাকা ৫/৬ ফুট পানিতে তলিয়ে গেছে। ঝড়ে ভেঙে গেছে বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির কাঁচা ঘরও।
জলোচ্ছ্বাসে মোংলার প্রায় সাড়ে ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতার পাশাপাশি ও খাদ্য সহায়তার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
দুবলার সুন্দরবনের ভেতরে পানি বাড়ায় প্রায় ৬০০ থেকে ৭০০ হরিণ আশ্রয় নিয়েছে দুবলা মিষ্টি পুকুর পাড়ে বলে জানিয়েছেন দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়।
পানিতে তলিয়ে গেছে সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র।
এছাড়া মোংলার কাইনমারী স্লুইসগেট উপচে পানি পৌর শহরে প্রবেশ করছে। পৌরসভার মধ্যে পানি ঢুকছে মাছমারা এলাকার রাস্তা ছাপিয়ে।
বিডি প্রতিদিন/আরাফাত