শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের পাটানীগাঁও তেলীবাড়ি এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে। বুধবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রাস্তার দাবিতে ৫ শতাধিক পরিবার ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনকারীরা দাবি করেন, প্রাচীন এই জনপদ দিয়ে ধামসী, চাঁদসার, সিঙ্গাচুড়াসহ প্রায় ১০টি গ্রামের ৫ হাজার মানুষের যাতায়াত বৃক্ষতলা থেকে তেলীবাড়ি রাস্তা দিয়ে। রাস্তাটি প্রায় ৬শ বছরের পুরানো হলেও গত কয়েক বছর পূর্বে ইটের সোলিং করা হয়। বিগত দিনের বন্যা ও ভারী বর্ষণে রাস্তার ইট সরে গিয়ে বিভিন্ন স্থানে খানখন্দ হয়ে রাস্তাটি জনচলাচলের অনুপযোগী হয়ে গেছে। এ
ই কারণে ১০টি গ্রামের শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসা বঞ্চিত হচ্ছে রোগীরা। যোগাযোগের অভাবে বেকার হয়ে পড়েছে অনেক যুবক। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
বিডি প্রতিদিন/আল আমীন