দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে শহরের টাউনক্লাব সড়কে শাসনতন্ত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া, সহ-সভাপতি মাওলানা শিহাব উদ্দিন কাসেমী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখা সভাপতি হাফেজ মো. জাবের হোসাইন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে বাজারসহ বিভিন্ন পাবলিক প্লেসগুলোকে খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার ফলে ঘরে থেকে মোবাইলসহ বিভিন্ন গেমে তারা আসক্ত হয়ে যাচ্ছে। তাই অতি দ্রুত স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেয়া হোক।
বিডি প্রতিদিন/আল আমীন